স্টাফ রিপাের্টার, পুিঠয়া (রাজশাহী) : শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীেদর সচেতনতা বৃদ্ধির জন্য মতবি নিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলার বেলপুকুর উচ্চ বিদ্যালেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় আরএমপির বেল পুকুর থানার ওসি মাঃ মামুনুর রশিদ, এস আই,রিমন হেসাইন, ধাদাস উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক এক রামুল হক উপস্থি থেকে মাদক, ইভিটিজিং, সাইবার ইস্যু ট্রাফিক রুলস এবং সামা জিক অপরাধ যেমন বাল্য বিবাহ,যৗতুক, কিশাের গ্যাং ও মানবপাচার প্রতিরােধ করনীয় বিষেয় আেলাচনা করেন।
স্বতঃস্ফুর্ত এ মুক্ত আেলাচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মকর্তাদেট কাছ বিভন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূর থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীেদর অনুরোধ করেন।
এছাড়াও সতর্ক থেকে সামাজিক যোগােযাগ মাধ্যম ব্যবহার পরামর্শ প্রদান করেন। কেউ সাইবার অপরাধেরশিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলাচনা করেন।
তাছাড়া ছাত্র-ছাত্রীেদর ট্রািফিক আইন জন ও নিরাপেদ পথ চলা, নিয়ম যেন রাস্তা পারাপারসহ প্রয়ােজেন ট্রাফিক পুলি শের সহেযােগতা গ্রহণ করতে বলেন।