Skip to content
স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): উপজেলা পর্যায়ে র কর্মকর্তা ও গণমাণ্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পুঠিয়া রাজবাড়ী মাঠে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত থেকেমতবিনিময় করেন, কমিশন প্রধান, জনপ্রশাসন সংস্কার কমিশনের
আব্দুল মুয়ীদ চৌধুরী, সদস্য জনপ্রশাসন সংস্কার কমি শন ড. মোখলেস উর রহমান, সদস্য জনপ্রশাসন সং স্কার কমিশন ডা. সৈয়দা শাহীনা সোবহান, সদস্য জনপ্র শাসন সংস্কার কমিশন মেহেদী হাসান, রাজশাহী বিভা গীয় কমিশনার ড. দেওয়ান মাহাম্মদ হুমায়ন কবীর,
রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তর ফদার আখতার জামীল, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার, রাজশাহী অতি রিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিদুল হাসান, পুঠিয়া
উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূও হোসেন নি র্ঝর, রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আ রাফত আমান আজিজ, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, রাজশাহী সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড মাহফুজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় তারা একাধিক সংস্কার বিষয়ে আলোচনা করা হয়।
পুঠিয়ায় জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা