পুড়াপাড়া (যশোর) প্রতিনিধি॥ যশোরের চৌগাছা উপজেলার
পুড়াপাড়ার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান
শিক্ষক ও আন্দুলিয়া দাখির মাদ্রাসার সাবেক বি,এস,সি, শিক্ষক মোস্তাফিজুর রহমান(৪৬) গত ১৫ই সেপ্টেম্বর সকা লে শারীরিক ভাবে ব্যপক অসুস্থ হয়ে পড়ে।তার পরিক্ষা নিরিক্ষার পর লিভারে টিউমার জনিত কারণে ঢাকার মহাখা লি ক্যান্সার হাসপাতালে চিকিৎস্যাধীন ছিলেন ১১ই অক্টম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে নিজ বাসা ঝিনাইদাহের মহেশপুরের শাহাপুর গ্রামে ইন্তেকাল করেন ( ইন্না ইল্লাহী—–রাজিউন)

সে শাহাপুর গ্রামের আব্দুল আজিজের বড় ছেলে।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৬) বছর। স্ত্রী , এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

১২ই অক্টম্বর সকাল ৯টা ৩০ মিনিটে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১০টায় তার নিজ এলাকায় শাহারপুর সর কারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজার নামজ শেষে পারিবারিক৷কবর স্থানে দাফন কাজ সম্পন্ন হয়।তিনি এলা কায় শিক্ষক হিসাবে বেশ পরিচিতি ছিলেন।বিভিন্ন সময়ে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সততার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন।তাঁর শোকাহত পরিবা রের প্রতি সমবেদনাজানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইরুফাসুলতানা,উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আবুল কালামরফিকুজ্জামান, সহকা রি শিক্ষা কর্মকর্তা শাহাজাদী,একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা ইভা, অফিসকলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আলিম, শফি উদ্দীন, আন্দু লিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাদের, সভাপতি আলহাজ মোশাররফ হোসেন মাস্টার, আমজাদ হোসেন,
কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তবিবর
রহমান সভাপতি ও মান্দার বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমিনুর রহমান, শিক্ষক মমতাজ খাতুন, মাকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজি জ, শিক্ষক হানিফুল ইসলাম, আব্দুস সালাম,মোক্তার আলী ,ইয়াছিন আলী,সাহেব আলী নজরুল ইসলাম জাহা ঙ্গীর আলম, আনোয়ার হোসেন, জহির উদ্দীন, কামরু জ্জামা ন, নাজিম উদ্দীন, রনি খাতুন, রেশমা খাতুন, আলী হোসেন, আব্দুল হাকিম, বিল্লাল হোসেন, সাহেব আলী, আব্দুল মাজি দ, মাসুদুরর হমান, মশি য়ার রহমান,রিয়াজ হোসেন ,আব্দুল মালেক,সহ দৈনিক গ্রা মের কাগজের প্রতিনিধি কবি, সাং বাদিক ও শিক্ষক খলিলুর রহ মা৷ন জুয়েল প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *