মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
এাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দলীয় নেতা কর্মীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল শেষে মেইন বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ করে তারা।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনারের নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আজাদ, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, জামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ত্রিলোচনপুর ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তাগন হুসিয়ারী উচ্চারন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা ষড়যন্ত করবে তাদেরকে রেহায় দেওয়া হবে না। বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করা হবে।