Skip to content

ডেস্ক নিউজ:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (শিক্ষা) অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।
আজ সোমবার (১০ মার্চ) তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিক দের এ তথ্য নিশ্চিত করেন ড. এম আমিনুল ইসলা ম।
তিনি বলেন, আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছি।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।
গত নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সর কারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদে ষ্টাদের সহযোগিতা করেন। এরমধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যা পক এম আমিনুল ইসলাম।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ