Breaking News

প্রশংসায় ভাসছে তারেক রহমান

  • আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  বিবিসিতে দেওয়া তা রেক রহমানের সাক্ষাৎকার নিয়ে গত কয়েক দিন ধরে পশ্চিম বগুড়ার আদমদিঘি-দুপচাঁচিয়া এলাকায় প্রশং সায় পঞ্চমুখে ভাসছে তারেক রহমান সহ জিয়া পরিবার।
    এতে গর্ববোধ করছেন বিএনপি নেতাকর্মীরা এবং অৃ ন্যা ন্য দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে তা রেক রহমানের সাক্ষাৎকারের বক্তব্য নিয়ে প্রশংসা নিয়ে শহর বন্দর থেকে শুরু করে গ্রামঅঞ্চল এবং রাজনৈতিক মা ঠে  চলছে এমন আলোচনা।
    তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীর প্রতি ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার এবং  ফ্যাসিস্ট আওয়ামী সরকা রের মিথ্যা মা মলা, জেল,জুলুম এবং শত নির্যাতনেরর পরেও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দেশ কে একটি উন্নয়ন শীল দেশে রূপান্তরিত করে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে বিশ্বের সর্বোত্তম দেশগুলোর কাছে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন চিন্তা-চেতনা বুকে ধারন করে শত নির্যাতনের শিকারের পরও প্রতিশোধ, হিংসা বিদ্বেষ ভুলে  আগামীর নতুন  বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করছেন এবং  বিএনপি নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান।
    ফলে তারেক রহমানের  বিবিসি সাক্ষাৎকারে গুরু ত্বপূর্ণ  বক্তব্য নিয়ে এলাকার রাজনৈতিক অঙ্গন,শহর বন্দর, গ্রা মাঞ্চল সবখানেতে প্রশংসায় পঞ্চমুখে ভাসছে তারেক রহমান সহ জিয়া পরিবার।
    নাম না জানানোর শর্তে আদমদীঘি উপজেলা ও সান্তাহা র পৌর আওয়া মী লীগের একাধিক নেতা এবং  অবসর প্রাপ্ত এক ব্যাংক  কর্মকর্তা ও এক মুক্তিযোদ্ধা বিবিসি তা রেক রহমানের সাক্ষাৎকার নিয়ে চায়ের দোকানে আলো চ নায় বলেছেন তারেক রহমানের বর্তমান রাজ নৈ তিক চিন্তা চেতনা শুধু বিএনপি এগিয়ে যায়নি দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ,ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের মধ্যে কিছুটা সুস্থি ফিরে এসেছে।
    সান্তাহার পৌর এলাকার এক সুনামধন্য ব্যবসাী বলেন দে শের দুঃসময়ে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনা করে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমি কায় রেখেছেন।
    বর্তমানে রাষ্ট্র পরিচালনা নিয়ে যে সংকট সৃষ্টি  হয়েছে দে শের মানুষ সেটা উত্তরণের উপায় খুঁজছে এবং তা রেক রহমানের বর্তমান রাজনৈতিক চিন্তা-চেতনা ও ভাবনায় এমন সংকট দুর হবে এমনটাই জানানদিচ্ছে। 

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. প্রশংসায় ভাসছে তারেক রহমান