ফারুক আহাম্মেদ,চৌগাছা:প্রেস চৌগাছার এক সভা অনু ষ্ঠিত হয়েছে।
আজ বিকালে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের আহ বায়ক অধ্যক্ষ শিহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী,ক্লাবের যুগ্ন আহবায়ক মাসুদ পারভেজ, মঈন উদ্দীন, টিপু সুলতান,সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল, রির্পোাটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি বাবলুর রহ মান, প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য প্রভাষক আশিক ইকবাল রকি,ইঞ্জিনিয়ার রাজু আহ ম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।
এ সভায় ক্লাবের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘক্ষন আলোচনা পর্যা লোচনা করা হয়। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নানা জটিলতার কারনে ক্লাবের আগামী ২৬ জুলাইয়ের নির্বাচন স্থগিত করা হয়েছে।

One thought on “প্রেস ক্লাব চৌগাছার নির্বাচন স্থগিত”
Comments are closed.
প্রেস ক্লাব চৌগাছার নির্বাচন স্থগিত