মোঃ হাবিব ওসমান, (ঝিনাইদহ) প্রতিবেদক:
দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামি
বিপ্লবী জনতার পক্ষে গণহত্যার বন্ধের দাবিতে কালীগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তবে, শুরুতেই নাশকতার আশংকায় থানা পুলিশ মিছিল বন্ধ করার নির্দেশ দিলেও পরে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশ রাফুল আলম আশরাফ দ্বায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত সময়ে কর্মসূচী শেষ করেন।

কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের আয়োজনে সোমবার বিকালে মেইন বাসস্ট্যান্ডে টার্মিনাল থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ধর্মপ্রান হাজার হাজার মানুষের অংশগ্রহনে মিছিলে ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো ও ইসরাইল নিপাত যাক শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা।

এরপর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভের পরিচালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমিন, বিএ নপি নেতা তবিবুর রহমান মিনি, উপজেলা জামায়াতের সাবেক আমির আবু তালিব, ইমাম পরিষদের সভাপতি মাও লানা মুফতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক হাফেজ হেদায়েতুল্লাহ, পৌর ইমাম পরিসদের সভাপতি হাফিজুর রহমান ও মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *