Breaking News

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, ক্রস করা চলবে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারপ্রধান ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সেই বিবেচনায় বিএনপি ফেব্রুয়ারির নির্বাচন মেনে নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে—ফেব্রুয়ারি যেন কোনোভাবেই ক্রস না করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত সমাবেশে দুদু বলেন, “যথাসময়ে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। স্বৈরতন্ত্রের পতন মানে সব অর্জিত হয়েছে—এটা ভাবা ভুল।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা গত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেননি, গণহত্যা চালিয়েছেন। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে তার বিচার করতে হবে এবং পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে।”

দুদুর অভিযোগ, যারা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে টালবাহানা করছে, তারা আসলে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাইছে।

About নিউজ ডেক্স

Check Also

পুঠিয়ার বেলপুকুরে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার, পুঠিয়াঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলপুকুর ইউনিয়নের …