বিনোদন ডেস্ক :প্রথমবার নির্বাচনে এসে ঢাকা-১০ আসনে জয়লাভ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

তবে জামানত বাজেয়াপ্ত হয়েছে আরেক চিত্রনায়িকা রাজ শাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির।

অপরদিকে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফে রদৌস নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাজাহান আলী পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

অন্যদিকে, রাজশাহী-১-এ স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়ে ছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

এদিকে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

এই আসনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ ভোটের মধ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *