Breaking News

বগুড়া ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ   অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৩৮-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া সংস দীয় আসনে বিএনপির মনোনয়নে পেলেম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপি সভা পতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুক দার। তাকে

মঙ্গলবার রাত ১১টারদিকে বিএনপির হাইকমান্ড থেকে তাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসে বে গ্রীন সিগন্যাল দেওয়া হয়  বলে স্থানীয় বিএনপির নেতৃ বৃন্দ বিষয়টি নিশ্চত করেছেন।

এ আসনের  বিএনপির মনোনয়ন পেতে একধিক পার্থী মনোনয়ন পেতে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় এমনকি হাইকমান্ড পর্যন্ত তদবির লবিং করেন সম্ভাব্য প্রার্থীরা।

এলাকার সৎ, নীতি, আদর্শবান ব্যাক্তি হিসাবে পশ্চিম বগু ড়ার রাজনৈতিক পরিবারের সন্তান আব্দুল মহিত তালুক দারের এলাকায় বিএনপির নেতাকর্মী সহ সবশ্রে ণীপেশার মানুষের জনসমর্থন সবচেয়ে বেশি রয়েছে। ফলে মনোনয়ন পেতে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছে।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৩৮-৩ আদম দিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পে লেন আব্দুল মহিত তালুকদার। তিনি গ্রীন সিগন্যাল পেয়ে ছেন।
মঙ্গলবার রাত ১১টারদিকে বিএনপির হাইকমান্ড থেকে তা কে গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলে স্থানীয় বিএনপির এক ধিক নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিষয়টি সো শ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে।

মহিত তালুকদারের পিতা মরহুম আব্দুল মজিদ তালুকদার আসনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড় ভাই আব্দুল মোমেন তালুকদার খোকা এ আসনে দুইবার সং সদ সদস্য ছিলেন।  #

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

One comment

  1. বগুড়া ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার