Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট): বঙ্গো পসা গরে মাছ ধরার নিষিদ্ধকাল উপেক্ষা করে অবৈn ধভাবে মৎস্য আহরণের দায়ে বাংলাদেশ নৌবাহিনী ৬টি মাছ ধরার টলার জব্দ করেছে এবং ১০৪ জন জেলেকে আট ক করেছে।
সোমবার ( ২০ অক্টোবর ২০২৫) মোংলা উ পকূল সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বিশেষ টহল দল অ ভিযান চালিয়ে তাদের আটক করে।
জব্দকৃত নৌকাগুলোতে বিপুল পরিমাণ জাল ও সদ্য আহরিত সামুদ্রিক মাছ পাওয়া যায়। পরবর্তীতে এসব নৌকা ও জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১অক্টোবর ২০২৫) জব্দকৃত মাছগুলো বাগেরহাট জেলার ৯৮টি সরকারি-বেসরকারি এতিমখানা ও লীল্লা বোর্ডিংয়ে বিতরণ করা হয়। এসব এতিমখানা বাগেরহাট সদর, মোংলা, রামপাল ও দাকোপ উপজেলায় অবস্থিত।
বাংলাদেশের বিদ্যমান মৎস্য আইন অনুযায়ী জব্দকৃত ৬টি ট্রলারের মালিকদের মোট ১৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মাছ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বি শ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। এসম য় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্তরের কর্ম কর্তারাও উপ স্থিত ছিলেন।
এ বিষয়ে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন,
“মাছের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অ মান্য করে কেউ যেন মাছ ধরতে না পারে, সে জন্য নৌ বা হিনী ও মৎস্য বিভাগ নিয়মিত যৌথ অভিযান চা লাচ্ছে। সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা মেনে চললে মা ছের উৎপাদন বাড়বে এবং জেলেরা দীর্ঘমেয়াদে আরও লাভবান হবে।”
উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে প্র তিবছর নির্দিষ্ট সময়ের জন্য বঙ্গোপসাগরে মৎস্য আহ রণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। নিষিদ্ধ সময় জে লেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তাও প্রদান করা হয়।#
Bartabd24.com সব খবর সবার আগে
купить диплом в усть-илимске https://rudik-diplom3.ru/ .
1xbet giri? 2025 http://www.1xbet-giris-3.com .
1x giri? https://1xbet-giris-1.com .