নিজস্ব প্রতিবেদক;গতকাল সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী প্রধান কার্যালয়ে মিলেনিয়াম টিভির ১২তম প্রতি ষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
প্রতিষ্ঠানের কর্ণধার নূর মোহাম্মদ নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিশ্ববি খ্যাত অর্থনীতিবিদ ও প্রখ্যাত সাংবাদিক প্রফেসর ড. এম শওকত আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভির এক্সিকি উটি ভ ডিরেক্টর শরাফত হোসেন বাবু, খায়রুল আলম, বিল্লা ল হোসেন, মেজর (অব:) জিল্লুর রহমান, বিশ্ব মান বাধি কার এর সিনিয়র সহকারী সচিব আল আমিন সবু জ, জাতীয় পার্টির উপদেষ্টা ড. নুরুল আযহার, প্রখ্যাত সাং বাদিক কুদরত -ই- খোদা, সুরকার মনোয়ার হোসেন টু টুল, এশিয়ান টিভির সিইও ও বিশিষ্ট নির্মাতা হাসান জা হাঙ্গীর , লেখক ও সাংবাদিক শামসুল হূদা, সিনিয়র সাং বাদিক মহিউদ্দিন খান মোহন প্রমুখ।
এসময় দৈনিক যশোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন, যশোর গেজেট এর সম্পাদক মাসুদ পারভেজ সহ মিলেনিয়াম টিভির বিভিন্ন কলা কৌশলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রফেসর ড. এম শওকত আলী তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ৪৭ বছর দেশের বাইরে রয়েছি।
কিন্তু আমি কখনো এক মুহুর্ত ও আমার দেশকে ভুলি নাই। আমি দেশের বাইরে থেকেও আমি সব সময় দেশে র কথা ভাবি, দেশের জনগণের কথা ভাবি।
আমার শিক্ষক বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহা ম্মদ ইউনূস বিগত ফ্যাসিস্ট সরকারের ফেলে রাখা অর্থ নীতি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিশেষে তিনি মিলেনিয়াম টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষি কীতে প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সাফল্য ও শুভকামনা জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।