Breaking News

বাংলাদেশে Gen Z প্রজন্মের অবস্থা!!

 ” প্রভাষক জাহাঙ্গীর আলম “
বাংলাদেশে বর্তমানে যাদের বয়স প্রায় ১৩ থেকে ২৮ বছর, তারা Gen Z প্রজন্মের অন্তর্ভুক্ত।
অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নতুন কর্মজীবনের তরুণরাই এই প্রজন্ম। এভাবেও বলা যায় যে, Gen Z হলো সেই প্রজন্ম যারা ইন্টারনেট,স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া (যেমন YouTube, TikTok, Instagram, Facebook) এবং দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে বড় হয়েছে।
জেন জি প্রজন্মের বৈশিষ্ট্য:
* ডিজিটাল নেটিভস (Digital Natives)  ছোটবেলা থেকেই ইন্টারনেট, স্মার্টফোন ও প্রযুক্তির সঙ্গে পরিচিত।
* সচেতন ও উদ্ভাবনী — সমাজ, পরিবেশ, রাজনীতি, লিঙ্গসমতা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে বেশি সচেতন।
* সামাজিক যোগাযোগে দক্ষ — অনলাইনে আত্মপ্রকাশ ও তথ্য বিনিময়ে খুব সক্রিয়।
* নিজস্ব চিন্তাভাবনা — প্রচলিত ধারার বাইরে ভাবতে পছন্দ করে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়।
* দ্রুত তথ্য গ্রহণ ও সংক্ষিপ্ত মনোযোগ তারা ছোট ভিডি ও, দ্রুত তথ্য, ও ভিজ্যুয়াল কনটেন্টে বেশি আগ্রহী। এই
প্রজন্মের জন্ম সাল ও বৈশিষ্ট্য প্রযুক্তির সাথে সম্পর্ক। এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
* Millennials (জেন ওয়াই / Gen Y) প্রায় ১৯৮১–১৯৯৬ ইন্টারনেট ও মোবাইলের আবির্ভাবের সময়ে বড় হয়েছে। বাস্তব ও ডিজিটাল—দুই জগতেই খাপ খাওয়াতে পারে। কম্পিউটার ও মোবাইলের প্রথম ব্যবহারকারীদের মধ্যে; Facebook ও ইমেইল যুগের মানুষ। এদেরকে বলা যায় ইন্টারনেটের জন্মদাতা প্রজন্ম।
*.Gen Z (জেন জি) প্রায় ১৯৯৭–২০১২ জন্মের পর থেকেই স্মার্টফোন, Wi-Fi ও সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় হয়েছে। স্বাধীনচেতা, সচেতন ও দ্রুত তথ্যপ্রবাহে অভ্যস্ত। TikTok, YouTube, Instagram প্রভৃতি, এইসব প্ল্যাট ফর্মের নেটিভ।  এদেরকে বলা যায়  ইন্টারনেট প্রজন্মের  সন্তান

* Gen Alpha (জেন আলফা) প্রায় ২০১৩–বর্তমান পুরোপুরি ডিজিটাল যুগে জন্মানো প্রজন্ম। শেখে ট্যাব, গেমস ও এআই ব্যবহার করে। Artificial Intelligence, রোবট, ভার্চুয়াল রিয়েলিটি—এগুলো তাদের স্বাভাবিক পরিবেশ।এদেরকে বলা যায় এ আই ও রোবট প্রজন্মের এর সন্তান।

** বর্তমান সময়ে প্রযুক্তি ও যোগাযোগে ভূমিকা: এরা স্মার্টফোন, ইন্টারনেট, Wi-Fi ছাড়া জীবন ভাবতেই পারে না।
Facebook, YouTube, TikTok, Instagram—এইসব প্ল্যাটফর্মে অত্যন্ত সক্রিয়।

অনলাইন ক্লাস, freelancing, digital marketing, YouTube কনটেন্ট—এসব তাদের কর্মক্ষেত্রের অংশ।
অনেকেই শিক্ষা ও আয়ের ক্ষেত্রে প্রযুক্তিকে মূল শক্তি হিসেবে ব্যবহার করছে। বইয়ের পাশাপাশি Google, YouTube, ChatGPT-এর মতো টুল ব্যবহার করে শেখে।
তারা দ্রুত শেখে, কিন্তু ধৈর্য কম; সংক্ষিপ্ত ভিডিও ও চিত্রভিত্তিক শেখার দিকে ঝোঁক প্রবণ।
অনেকেই অনলাইন কোর্স, বিদেশি শিক্ষা প্ল্যাটফর্ম (Coursera, Udemy) ব্যবহার করছে।
* সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব:
এরা মানবাধিকার, লিঙ্গসমতা, পরিবেশ রক্ষা, ও ধর্মীয় সহনশীলতা নিয়ে সচেতন।
ফ্যাশন, গান, সিনেমা, এবং বিদেশি সংস্কৃতির প্রভাব বেশি।
তবে অনেকেই ইসলামী জাগরণের দিকেও ঝুঁকছে: YouTube ইসলামিক ভিডিও, শর্ট ক্লিপ ইত্যাদির মাধ্যমে ধর্মের প্রতি আগ্রহ বাড়ছে।
একদল খুবই উদারমনা ও বিশ্বমুখী, আবার আরেকদল ইসলামী চেতনায় দৃঢ় — অর্থাৎ দুইটি ধারা স্পষ্ট। ( ভালো ও মন্দ)
* রাজনীতি ও সমাজ ভাবনা:
তারা প্রচলিত রাজনীতির প্রতি বিশ্বাসহীন, তবে ন্যায়, ইনসাফ, দুর্নীতিবিরোধী ও দেশপ্রেমিক চিন্তা রাখে।
অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক সচেতনতা অর্জন করছে।
ভোটের রাজনীতি থেকে দূরে থাকলেও ডিজিটাল আন্দো লনে সক্রিয় (যেমন # SaveBangladesh, # Justice আন্দোলন ইত্যাদি)।
* * ধর্মীয় ও নৈতিক দিক থেকে তারা ধর্ম নিয়ে প্রশ্ন করে, গবেষণা করে, বোঝার চেষ্টা করে।
কোরআন-হাদিস জানার জন্য অনেকেই ইউটিউব, অন লাইন ইসলামিক লেকচার দেখে।
তবে অনেকে ভ্রান্ত তথ্য বা বিভ্রান্তিতেও পড়ে, কারণ সো শ্যাল মিডিয়ায় যাচাইহীন ধর্মীয় কনটেন্ট থাকে অনেক বেশি ।
* অর্থনীতি ও কর্মজীবনে প্রভাব:
Freelancing, digital marketing, content creation, online business—এসব ক্ষেত্রে Gen Z বাংলাদেশে বিপ্লব এনেছে। তারা চাকরি নয়, বরং স্বাধীন কাজ বা স্টার্টআপে বেশি আগ্রহী।
বিদেশি রিমোট জব ও অনলাইন আয়ের উৎস তাদের জনপ্রিয় করে তুলছে। এক কথায় বলা যায়, Gen Z প্রজ ন্মই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ:
তারা প্রযুক্তিতে পারদর্শী, চিন্তায় মুক্ত, কিন্তু নৈতিকতা ও ধর্মীয় দিক থেকে উদাসিন ও ভারসাম্যহীন। এদের এই ভারসাম্য রক্ষা করাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অতএব এই জেনারেশন কে যদি ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করে ভারসাম্য পূর্ণ করে গড়ে তোলা যায়, তাহলে এই প্রযুক্তির ব্যবহার করা প্রজ ন্ময় হবে টেকসই ও মজবুত বাংলাদেশ গঠনের একমাত্র কারিগর।  ইনশাআল্লাহ।

আসুন আমরা চ্যালেঞ্জকে গ্রহন করে নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তির ব্যবহারে ভারসাম্য পূর্ণ জীবন গড়ি।

লেখক : প্রভাষক জাহাঙ্গীর আলম, কলামিস্ট ও মানবাধিকার কর্মী। মোবা: ০১৯১১৬০৪৪৫৫।

About admin

Check Also

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়ায়, দেখতে মানুষের ভিড়

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়াতে, দেখতে মানুষের ভিড় খাদ্যের অভাবে …

One comment

  1. বাংলাদেশে Gen Z প্রজন্মের অবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *