Breaking News
ইন্টারনেট থেকে

বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক: ভিসামুক্ত ভ্রমণ চুক্তি পাঁচ বছরের জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে, যা কার্যকর থাকবে পাঁচ বছর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী, বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন।

About নিউজ ডেক্স

Check Also

জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযুক্ত এখনও চাকরিতে বহাল ১৫ সেনা সদস্য

ডেস্ক নিউজ:সেনা সদর দফতরের এজি শাখার অধীনস্থ পিএস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুস্তাফিজুর রহমান …