সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি: আগা মীকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা রের মৎস্য ও প্রাণিস ম্পদ মন্ত্রণালয়ের উপ দেষ্টা ফরিদা আখতার মৌলভীবাজারের শ্রীমঙ্গল মৎস্য অভ য়াশ্রম পরিদর্শনে আস ছেন।
পরিদর্শনকালে তিনি মৎস্য অভয়াশ্রমের উপকা রভোগীদের সাথে মতবিনিময় কর বেন।
রোববার ৯ ফ্রেবুয়ারি সকাল ১০টায় সৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রীমঙ্গল বাই ক্কাবিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করবেন।
পরে তিনি সকাল সাড়ে ১০টায় হাজীপুর এলাকার বাইক্কাবিলের উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন।
এ সময় সৎস্য ও প্রানি মন্ত্রণালয়ের যুগ্ম-সচি ব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎ স্য অধিশা খার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌ সি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো হাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফি সার মো. মামুন হাসান উপস্থিত থাকাবে ন বলে উপদেষ্টার সফরসূচি থেকে জানা গেছে।
One thought on “বাইক্কাবিল পরিদর্শন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা”
  1. বাইক্কাবিল পরিদর্শন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *