আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ২০২২-২৩ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) কর্মসুচির আওতায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
জানা গেছে,২০ মার্চ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট।
এদিন উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ২৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *