নিজস্ব প্রতিবেদক,চৌগাছা: যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ বাংলা দেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কেন্দ্রের টিউটট ও শিক্ষার্থীদের যশোর বাউবি কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ মে শুক্রবার) বেলা সাড়ে ১২টায় কলেজের হল রুমে কলেজের উপাধ্যক্ষ মোঃ আলমঙ্গীর সিদ্দিকীর সভাপতিত্বে মতবি নিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন বাউবির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সোলাইমান হোসেন
এ সময় কলেজের সহকারী অধ্যাপক মোঃ আকরুজ্জামান, সহকা রী অধ্যাপক মোঃ আনিছুজ্জামান,সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী,সহকারী অধ্যাপক শাহানুর হোসেন,সরদার গোলাম রসুল, অমল কুমার সাহা,জি এম আব্দুল আলী,প্রভাষক হারুন অর রশি দ,তারেক মাহামুদ, ফারনাজ সান্তা প্রমূখ।
এ মতবিনিময় সভার শুরুতে কলেজ কর্তৃপক্ষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।