হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:নাটোরের বাগা তিপাড়ায় সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উ ঠেছে।
শনিবার সকালে উপজেলার তমালতলার নূরপুর চক পা ড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ জানান।
কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর কিছু সংবা দমাধ্যমে তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে ভিপি জমি দখলের মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং আইনি পদক্ষেপের ঘোষণা দেন।
অন্যদিকে, ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু জানান, তিনি বৈধভাবে লিজ নিয়ে জমি ভোগদখল কর ছেন, আর ওই সংবাদের তথ্য সম্পূর্ণ ভুয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Bartabd24.com সব খবর সবার আগে