Related Articles
ফকির গোলাম তাবরেজ:বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০০ পিস ইয়াবা, ০১ কে জি গাঁজা ও মাদক বিক্রয়ের ১,৬৩,২০০/- টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ @ মনি শেখ ও তার এক সহযো গী রাসেল হোসেন গ্রেফতার: বাগেরহাট জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:) মোঃ শরিফুল ইস লাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট এর নেতৃত্বে এসআই(নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহা শিস দাশ, এসআই (নি:)বিপ্লব রায়, এএসআই(নি:) মাফুজুর রহমান,এএসআই (নি:)মো: মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামে র কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ মনি শেখ এর বাড়ি তে ১১/১০/২০২৫ খ্রিঃ রাত্র ০২:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মনির শেখ মনি শেখ (৪৬), পিতা- মৃত আব্দুল হামিদ শেখ, সাং-বারাশিয়া (মধ্যপাড়া) ও ২। মোঃ রাসেল হোসেন (৩৫), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-আট্টাকী, উভয় থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে মনির শেখ মনি শেখ এর বসত বাড়ির ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামী মনির শেখ মনি শেখ এর হেফা জত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়া বা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১,৬৩,২০০/-(এক লক্ষ তেষট্টি হাজার দুই শত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মো বাইল ফোন ও আসামী রাসেল হোসেন এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জ ব্দ করা হয়।
উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ১১/১০/২০২৫খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু করা হয়ে ছে।
Bartabd24.com সব খবর সবার আগে