Breaking News

বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, ও  মানববন্ধন

ফকির গোলাম তাবরেজ , বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে এমপিও ভুক্ত  শিক্ষকরা  মঙ্গলবার  কর্মবিরতি পালন সহ  তিন দফা দাবিতে  প্রেসক্লাবের সামনে  মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সকাল ১১:০০ টায় বাগেরহাট  প্রেসক্লাবের সামনে  বাগে রহা ট  সদর  উপজে লার এমপিও ভুক্ত   শিক্ষকরা  জড়ো হয়ে   প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ।
প্রতিবাদ সমাবেশ  বক্তব্য রাখেন  সদর উপজেলা শিক্ষক সমন্বয়ক  মোঃ কোহিনুর রহমান ,সেলিম মাসুদ, কামরুন নাহার, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, মীর আনিসুর রহমান, মোহাম্মদ আল আমিন, মহি বুল্লাহ   প্রমূখ।
বক্তারা বলেন,  তাদের ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে  শিক্ষকদের কর্ম বিরতির কারণে   এমপিও ভুক্ত  বি দ্যালয়ের শ্রেণিকক্ষ ফাঁকা ছিল।
স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত হলেও কোন ক্লাস হয়নি। বাগে রহাটের আদর্শ বিদ্যালয়, বাগেরহাট  বহুমুখী  কলেজিয়েট স্কুল,  আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল এন্ড ক লেজ সহ বিভিন্ন  বিদ্যালয় গিয়ে দেখা গেছে  ছাত্র-ছাত্রীরা খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে ,শিক্ষকরা ক্লাশ বর্জন করে  প্রতি বাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছে।
আবার অনেক ছাত্র ছাত্রী  শ্রেণীকক্ষে   পাঠদান  না হওয়ায় বাড়িতে ফিরে গেছে ।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …