Related Articles
ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করত এসে গনপিটু নির শিকার হয়েছেন চোর চক্রের চার সদস্য।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে উপজে লার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই চক্রের সদ স্য মো. মতিয়ার রহমান (৪৫) নিহত হয়েছেন।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।
আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮),ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪ ০)ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮।
স্থানীয়দের বরাত দিয়ে মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইন চার্জ মো. তালেবুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাক নিয়ে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে।
এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়।
Bartabd24.com সব খবর সবার আগে
купить диплом в новосибирске купить диплом в новосибирске .