Related Articles
ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বসত বাড়ি ও মাঠে চাষযোগ্য সবজি বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলা কৃষি কর্ম কর্তার কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সহকা রি কমিশনার (ভূমি)মুহাম্মদ আসিফ হায়দার।
এসময়, এসময়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকা শ বৈরাগী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখ ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকবর হোসে নস হ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এদিন ২৮০ জন কৃষককে মিস্টি কুমড়া, বেগুন, লাউল ও শসার বীজ প্রদান করা হয়।
সেই সাথে ১০ কেজি করে এমওপি এবং ডায়ামোনিয়াম ফসফেট-ডিএপি সার পেয়েছেন প্রতি কৃষক। বিনামূল্যে সার-বীজ পেয়ে খুশি প্রান্তিক চাষীরা।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকদের উন্নয়নে কাজ করে।
কৃষকদের নানা ধরণের প্রনোদনা দিয়ে থাকে। এরই ধারা বাহিকতায় ২৮০ জন কৃষককে শীতকালীন সবজির বীজ দেওয়া হয়েছে। এর ফলে উপজেলায় শীতকালীন সবজি র উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
শুধু কচুয়া নয়, জেলার অন্যান্য উপজেলায়ও একইভাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
কৃষকদের উন্নয়নে ভবিষ্যতে এ ধরণের কাযক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
Bartabd24.com সব খবর সবার আগে