Breaking News

বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত দশটার দিকে বাগেরহাট সদ র উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপ জেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে।

বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে  নিয়ে রণবিজয়পুর গ্রামের শহি দুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া।

স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবর দিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। সে পে শায় একজন বাস চালক।

বাগেরহাট  মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভিতরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরাদেহটি ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুজতে পুলিশ তদন্ত  কাজ শুরু করেছে ।

আশা করি এর মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ওসি আরো বলেন, শুক্রবারের পর থেকে নিহত  সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …