Breaking News

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা

ফকির গোলাম তাবরেজ , বাগেরহাট প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন এর সভা পতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসে নের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবিন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসার মোশারেফ হুসাইন, প্রেস
ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন আদর্শ বান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের প¶ে তিনি সারাজীবন কলম ধরেছেন এবং সাংবাদিক
সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের একতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভার শেষে সংস্থার প¶ থেকে মরহুমের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমা জকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *