Related Articles
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্ব র) সকালে বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভার আয়ো জন করা হয়।
জেলা সভাপতি তালুকদার বকতি য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠ নিক সম্পাদক শামসু জ্জামান মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মংলা থানা সভাপতি মনিরুজ্জামান মনির, ফ কিরহাট থানা সভাপতি এনামুল মোড়ল, রাম পাল খানা সভাপতি আবু মুসা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা কর তে পারেনি।
আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ কর ছে। এ পরিস্থি তি থেকে উত্তরণের একমাত্র পথ তওহী দভিত্তিক রাষ্ট্রব্য বস্থা প্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন, “কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তি পূর্ণ ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্য মকর্মী রা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যা য়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে বাগেরহাট বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় তারা তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে