Breaking News

বাগেরহাটে মিথ্যা মামলা প্রত্যাহার ও বসত বাড়ির ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে গৃহবধূর উপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যা হার এবং বসতবাড়ির জমি ফেরৎ দেওয়ার দাবিতে এলা কাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সদর উপজেলার ষাটগু ম্বজ ইউনিয়নের সদুল্লাপুর এলাকায় এই মানববন্ধন অনু ষ্ঠিত হয়।
মানববন্ধনে গৃহবধূ রোজিনা বেগম বলেন, গত ২৫ বছর পূর্বে সদুল্লাপুর এলাকার হুমাউন কবিরের সাথে বিবাহ হয়। বিবাহ এর কিছুদিন পর জানতে পারি আমার ¯^ামী তার এক ফুফাতো বোন এর সাথে অনৈতিক সম্পর্কে  জ ড়িত এবং পরবর্তিতে সেই বিষয়টি জানাজানি হলে আমা র ¯^ামী তার ফুফাতো বোনকে দিয়ে পালিয়ে যায়।
তৎকালিন সময়ে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে শশুর বাড়িতে শশুর শাশুড়িদের নিয়ে বসবাস করতে থাকি। আমার শশুর-শাশুড়ীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
আমাদের ভরন পোষনের কোন টাকা পয়সাও দিতো না। আমার শ্বশুর এর পুরাতন মুদি দোকান ছিলো সেইখান থেকে উপর্জিত সামান্য টাকা দিয়ে কোনোরকমে জীবিকা নির্বাহ করতে লাগি। শ্বশুর শাশুড়ীর ভরসা একমাত্র আমি তাদের অবলম্বন ছিলাম।
আমার শশুরের বাড়িটি ছিলো ভিন্ন শরীকদের ছিল। আ মার ¯^ামীর চাচা ও ফুফু তারা পৈত্রীক সম্পত্তি বিক্রি করে দিতে চাই ছিলেন। বিক্রি হয়ে গেলে হয়তো আমি ও আমার সন্তানরা পথে বসে যেতাম। সেই জন্য আমি আমা র সন্তানদের ভবিষৎতের কথা ভেবে ভাইদের কাছ থেকে ৬ল¶ টাকা নিয়ে কওলা দলিলের মাধ্যমে জমিটুকু কিনে রাখি আর আমার শশুরের অংশ  আমার নামে লিখে দিয়েছে। আমার ¯^ামী পরবর্তীতে এই জমি অন্যায়
তবে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। বিভিন্ন ষড়যন্ত্র করে এবং আমাকে বাড়িতে এসে সে নিজে ও তার বোন এবং বোনের ¯^ামীদের নিয়ে আমাকে মারধর করে।
আমি গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালেও ভর্তি ছিলা ম অনেকদিন। হাসপাতাল থকে ফিরে নিজর বাড়ি গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। অন্যায়ভাবে একতরফা ভাবে তালাক পাঠিয়ে দেয়। সে তার দ্বিতীয় বউকে নিয়ে জোর করে আমার বাড়িতে থাকছে।
সম্প্রতিকালে আমার ¯^ামী কাজের জন্য কুয়েতে আ ছে।  আমার বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী দখল করে রেখেছে। আমি আমার বাড়ি ও সংসার ফিরে পেতে এলাকার গন্য মন্য ব্যক্তিদের ¯^রনাপন্ন হলে সাবেক মেম্বার মহোদয় দুই গ্রামের সম্মানি ব্যাক্তি বর্গ আমার শশুরকে ডাকতে গেলে দ্বিতীয় স্ত্রী মুনিয়া আক্তার ময়ুরী তাদের দিকে তেড়ে এসে মুরুব্বিদের অশ্রাব্য ভাষাস গালি গালাজ করে। এক পর্যা য়ে দা দিয়ে কুপিয়ে জখম করে।
এঘটনায় আমি ও আ।মার এলাকার।মুরবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আবার মিথ্যা মামলা করার পায় তারা চালাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে তারা নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃ প¶ের

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *