Breaking News

বাগেরহাটে সবুজ উদ্দ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫নভেম্বর) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রাম পালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও এ কশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত মেলায় বাগেরহাট সদর ও রামপা ল উপজেলা থেকে সবুজ উদ্যোক্তারা নিজেদের হাতে তৈ রি বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয়ে নিজ নিজ পণ্যে র গুণাগুণ দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন।
বাগেরহাটে সবুজ উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী এই মেলা পরিচিতি পাবার দারুন এক সুযোগ।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্ব ও এ্যাকশান এইডে র প্রতিনিধি নাহিদা ইসলাম তৃষার সঞ্চলনায় অনুষ্ঠিত মে লায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান।
এ সময় অন্যন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ডিস্ট্রিক পলি সি ফোরামের ষভাপতি বাবুল সরদার, যুবউন্নয়ন অধিদপ্ত রের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন,কৃষি সম্প্র সারন অধিদপ্তরের সহকারি পরিচালক ড. মনির হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, সদর  উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, এ্যাকশান এইড বাংলাদেশের সিনিয়ার অফিসার মাহিনুর
রহমান। এছাড়াও শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা র্থীরা এতে অংশগ্রহন করে ।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার প¶ থেকে জানানো হয়েছে, গ্রীন ইনোভেশন ফেয়ারু কেবল একটি প্রদর্শনী নয়য় এটি একটি সামাজিক আন্দোলন, যা তরুণদের নেতৃত্বটেকসই উন্নয়ন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উপ কূলীয় অর্থনীতি প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …