Breaking News

বাগেরহাট জেলা সদরে আবার পরিকল্পিত হত্যাকান্ড

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
একের পর এক মানুষ হত্যাকান্ডে আলোচিত বাগেরহাট জেলা সদরে আবারও একটি পরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এবারের হত্যাকান্ডটি ঘটেছে বাগেরহাট চিতলমারী সড়কের বাগেরহাট সদর উপজেলাধিন মুনিগ ঞ্জ ব্রীজের নীচে। অজ্ঞাত দুস্কৃতিকারীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া মোঃ ইব্রাহিম হোসেন (৫৫) সদর উপ জেলার নোনাডাঙ্গা (বড় পুকুরপাড়) গ্রামের বাবর আলীর ছেলে। সে ঢাকায় বিমানবন্দর এলাকায় ফার্নিচারের ব্য বসা করে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার খুব সকালে মুনিগঞ্জ ব্রীজের নীচে পিলারের সাধে রশি দিয়ে বাধা অবস্থায় ইব্রাহিম কে দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে পুর্ব-শত্রæতার জের ধরে শত্রæপক্ষ ইব্রাহিম কে বৃহস্প তিবার  গভীর রাতে মুনিগঞ্জ ব্রীজের পর থেকে বেঁধে নীচে ফেলে দেয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহমুদ উল-হাসান বলেন নিহত ইব্রাহিম ঢাকায় থাকত। সম্প্রতি গ্রামের বাড়ীর জায়গা বিক্রি করতে এলাকায় এসেছিলেন। এর পর এ হত্যার ঘটনা।  মৃতদেহের সুর তহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে  বিস্তারিত জানা যাবে। এ ছাড়া পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …