পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়ি য়ে দিতে চেষ্টা চালি য়ে যাচ্ছে।
শুধুমাত্র পুলিশে র দ্বারা আইন শৃঙ্খলা পরি স্থিতি সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়।
সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদ ক, জুয়া, বাল্য-বিবা হ, ইভটিজিং ও কিশো রগ্যাং অন্য তম।
সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।
তিনি আরো বলেন, পুলিশই সেবাকে জনগণের কাছে পৌঁছে দেও য়া, সেবার কার্যক্রমকে গতি শীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগো ষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছে।
যে কোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানা নোর জন্য অতিরিক্ত পুলিশ সুপার সকলের প্রতি আহবান জানান।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ঝিনাইদহ মহেশপুর থানার আয়োজনে থানা চত্বরে ত্মত্মহত্যা, বাল্যবি বাহ, যৌতুক, ইভটি জিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধকল্পে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়ে জ উদ্দিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, কোটচাঁ দপুর সার্কেলের অতি রিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগ ঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর থানা আমির, প্রভাষক মোঃ ফারুক আহম্মদ,ইসলামী আ ন্দোলন বাংলাদেশের মহেশপুর উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, হেফা জতে ইসলাম বাংলাদেশের সভাপতি শেখ আসআদ,মহেশপুর উপজেলার সাবেক পৌর মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সাত্তার, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক হামিদুর রহমান রানাসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরা সার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঝিনা ইদহের মহেশপুরে আইনশৃ ঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপ স্থিত সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচ নায় অংশ নেন।
বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং,মাদক, চোরাচালান প্রতিরোধ গড়ে তুলুনঃ- পুলিশ সুপার জাকারিয়া