Breaking News

বিএনপির ৩১ দফা কর্মসূচী প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়া রম্যান তারেক রহমনের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে এবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে উঠা ন বৈঠক করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএন পির সহ-সভাপতি নুরুল ইসলাম।

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রামকুড়া গ্রা মের আদিবাসী নারী ও পুরুষদের অংশগ্রহনে মন্দিরের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য সামছুদ্দি ন, রনি ও রকিসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, বিএনপি ধান্দাবাজের দল নয়, বিএ নপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাল্লাই তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়; বিএ নপি হলো দেশ গড়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল।

আপনারা গত ১৬ বছর যেভাবে বিএনপির পাশে ছিলেন, বিএনপি সেই অবদানের জন্য আপনাদেরকে ভুলবে না। গত ১৬ বছরে যে নির্যাতন ত্যাগ স্বীকার করেছেন, মাকে দেখতে যেতে পারেননি।

নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি। তাই আগামী দিনে আপনাদেরকে নিয়ে হবে ধানের শীষের বিজয় বিএনপির বিজয়।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন হবে এই দেশে কিন্তু যারা নির্বাচন নিয়ে ছদর বদর করার চেষ্টা করছে তা দের ব্যাপারে সচেতন থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়া রম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

তাই আপনারা সকলেই সতর্ক থাকবেন। বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি। অথচ কেউ বালিশের নিচে টি কেট নিয়ে ঘুরছেন আবার কেউ বগলের নিচে টিকেট নি য়ে ঘুরছেন। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে ক রহমান বলেছেন যারা রাজপথে ছিল, যারা মামলা হাম লার শিকার হয়েছে। যাদের এলাকায় সুনাম আছে।

তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে। বিএনপি তাঁকেই মনোনয়ন দিবেন।

তাই আমি আশা করছি আপনাদের পছন্দের প্রার্থীকেই দল মনোনয়ন দিবেন। তিনি উপস্থিত স্থানীয় জনগনের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এসব দফারতাৎপর্য তুলে ধরেন।

উঠান বৈঠকে স্থানীয়রা বিএনপির এইকর্মসূচিকে স্বাগত জানিয়ে আগামী ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *