Related Articles
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের সবুজ সংকেত পাওয়া এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপি প্রতিহিং সায় বিশ্বাস করেনা।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষম তা একলে ধরে রা খতে বিএনপির নেতাকর্মী সহ দেশের নিরীহ মানুষকে নি র্যাতন করে হত্যা করেছে।
তারা সারাদেশে আধিপত্য বিস্তারে ব্যস্তছিল। এতে সাংবা দিকরা ও মতপ্রকাশ করতে পারেনি।
সাংবাদিকরা লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভাল কাজের প্রেরণা দিবে আমরা সেটা প্রত্যাশা করি ।
সাংবাদিকরা সমাজের দর্পন। দেশ এখনও দুনীতি মুক্ত নয় । দেশ থেকে দুনীতি মুক্ত করতে হলে রাজনৈতিক দ লের নেতাকর্মীর স্বচ্ছতা প্রয়োজন পাশাপাশি সাংবাদি কদের সোচ্চার ভমিকা রাখতে হবে।
বিএনপি কখনো প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করেনি ভবিষ্য তেও করবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গে লে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে।
তিনি সোমবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘির কালাই কুড়ি এ্যাকোয়া কালচার মৎস্য খামারে আদমদীঘি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অ তিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, উপ জেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, সান্তা হার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পা দক সাংবাদিক মোঃ মনসুর, সান্তাহার পৌর বিএনপর সহ সভা পতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা,বেনজীর রহ মান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সিনি য়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মিজা নুর রহমান প্রমুখ। #
Bartabd24.com সব খবর সবার আগে
বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না
মহিত তালুকদার