মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বিএনপি চেয়ারপা রসনের উপদে ষ্টা আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএন পির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় দল ছিল।
তারপরেও বিএনপির জনপ্রিয়তা দেখে নিরপেক্ষ ভোট দিতে ভয় করেছে তারা।
জোর করে ক্ষমতায় ছিল। মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল নিরপে ক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ ভোট। বর্তমান ইউনুস সরকা রের কাছে আমাদের দাবি, তারা যেন কোনো দলের পক্ষ না নেয়।
মানুষের মনে যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না জাগে। নিরপেক্ষ ভোট হলেই বিএনপিই রাষ্ট্রক্ষম তায় আসবে।
শুক্রবার বিকেলে শহরের নওয়োয়ান মাঠে নওগাঁ পৌর ও সদর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য চেয়ারপার্সনের উপদে ষ্টা আব্দুস সালাম এসব কথা বলেন।
বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন বিএনপি দলের মধ্যে গণত ন্ত্রের চর্চা হয় না।
সেই সব নিন্দুকদের বলব, আজকে নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল দেখার জন্য।
এখানে এসে দেখে মনে হচ্ছে যেন, কোনো ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে।
নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনো কলহ, হট্টগোল নেই। বিএনপির দেশের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে থাকে।
নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম রতন।
আজ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে সদর উপ জেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে তাঁদের নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন। এছাড়া কাউ ন্সিলরদের ভোটে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পা দকের দুটি পদে নির্বা চিত হয়েছেন খালেদ হাসান ও রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক দুটি পদে কাউন্সিল রদের ভোটে নির্বাচিত হয়েছেন মহসিন আলী ও শহিদুল ইসলাম।
কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএন পির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেডি সরকারি উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সন্ধ্যায় শহরের নওযোয়ান মাঠে সম্মেলন মঞ্চ থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি র সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপ তি নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহি দুল ইসলাম, সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আ হ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।
One thought on “বিএনপি জনগণের দল,জনগণই বিএনপির শক্তি: আব্দুস সালাম”
  1. ঝিকরগাছা সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক-কর্মচারী বিদায় ও শিক্ষার্থী বরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *