সাতক্ষীরা প্রতিনিধি।।
অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই সরকা রি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বি ভাগীয় মামলা রুজু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অ ফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন সময়োপযোগী উদ্যোগকেস্বাগত জানিয়েছে অভিভাবক ও সচেতন মহল।
অভিযুক্তরা শিক্ষকরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপ জেলার ২১ নং ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত এবং ১৩৪ নং এন.এন.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা।
.জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বা ক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত ২০২৪ সালের ৪ সে প্টেম্বর থেকে এবং শিক্ষক নার্গিস সুলতানা ২০২৫ সালের ২৪ জুন থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
তাঁদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্য ক্রম ব্যাহত হচ্ছে ও প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বি ধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) ধারা অনুযায়ী তাঁদের এই কার্যকলাপ “অসদাচরণ” ও “পলায়ন” হিসেবে গণ্য করা হয়েছে। কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তার লিখিত জবাব ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফি সারের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা, তা লিখি তভাবে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরি চালক, খুলনা বিভাগের বিভাগীয় উপপরিচালক, কালি গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।
এদিকে অভিভাবক ও সচেতন মহল মনে করছে, প্রাথ মিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসা রের এমন পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরও দায়িত্ব পালনে আরও সচেতন করে তুলবে।
Bartabd24.com সব খবর সবার আগে