ডেস্ক নিউজ:মাথা থেকে কাঁধ পর্যন্ত গোলাকার বুলেটপ্রুফ ক্যাপ। কাঁধের পেছনে ঝুলছে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। লাহোর আদালতে এই অদ্ভুত সাজে দেখা গেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। নিজের সুরক্ষা নিশ্চিত করতে এমন হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছেন বর্তমান বিরোধী দলীয় এই নেতা।
বুধবার (৫ এপ্রিল) কালো রঙের এই বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হচ্ছে। নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তার কাঁধের পেছনে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড ঝুলিয়ে রেখেছেন। ব্যালিস্টিক শিল্ড দিয়ে ইমরান খানের চারপাশে একটি বৃত্তও তৈরি করে রাখা হয়েছে।
পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই।
ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’
প্রসঙ্গত, গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে। এ ছাড়াও ইমরানের বিরুদ্ধে আরো ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।