Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধি:
বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যা সোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনা পোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মতিয়া র রহমান, আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রা ইটর।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমি ন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজ নেস কর্ণার)।
মোঃ জিয়াউর রহমান (রাহাদ ট্রেডার্স) সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমি ন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টার প্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগি তা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে