Breaking News

বেনাপোলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলায় চ্যাম্পিয়ন ছোট আঁচড়া হাডুডু একাদশ 

আতিকুজ্জামান,বেনাপোল (শার্শা) যশোর::- খেলাধুলায় মিলবে জয় মাদক ছেড়ে খেলতে আয় এই শ্লোগানে, বেনা পোল পৌরসভার সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপির আয়ো জনে,আরাফাত রহমান কোকো স্মৃতি গ্রাম বাংলার ঐতি হ্যবাহী হাডুডু টুর্নামেন্ট ২০২৫ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ছোট আঁচড়া হাডুডু একাদশ।
শনিবার (২৫ অক্টোবর) সাদিপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গ ণে দিনব্যাপী এই খেলা বেনাপোল পৌরসভার ১ ওয়ার্ড বি এনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে মরহু ম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ৮ দলিয় খেলা শুরু হয়।
উক্ত খেলা টি দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হা জারো দর্শক মাঠে ভিড় করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সরেজমিন দেখা গেছে, করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলেছে শিশু-কিশোররা।
এই খেলা দিনব্যাপী হয় এবং ফাইনাল খেলার মুখোমুখি হয় ছোট আঁচড়া হাডুডু একাদশ বনাম ভবেরবেড় হাডুডু একাদশ। এতে ছোট আঁচড়া হাডুডু একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে দুই দুইটি খাসি ছাগল তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় অতিথিরা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আ গ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যা ডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ সভাপতি আব্দুল মজিদ,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষ কদ লের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, বাহাদুরপুর ইউ নিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,উপজেলা যুবদলের আ হবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম , বিএনপির নেতা মিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপির সকল অঙ্গ সং গঠনের নেতৃবৃন্দরা এই হাডুডু খেলায় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলে ন,আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে। এবং তরুণ প্রজন্মের তরুণদের কে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান করেন।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

2 comments

  1. 68gb hay còn được biết đến với tên khác là
    68 game bài. Đây là địa chỉ cá cược thuộc sở hữu của tập
    đoàn nổi tiếng TESLA – Tập đoàn công nghệ nổi tiểng
    của elon musk có trụ sở tại California,
    Hoa kỳ. Đến với sân chơi hấp dẫn này, anh em được trải nghiệm chất lượng dịch
    vụ chuẩn quốc tế và các game cược
    hấp dẫn. 68gb hội tụ những thể loại game đổi thưởng được yêu thích
    nhất hiện nay, cùng với đó là tỉ lệ đổi thưởng cao, chính sách bảo mật hiện đại.
    https://otec.in.net/

  2. I’m not that much of a online reader to be honest but your blogs really nice,
    keep it up! I’ll go ahead and bookmark your website to come back in the future.
    Many thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *