Breaking News
oplus_0

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

শার্শা উপজেলা  প্রতিনিধি:
“রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশ নের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্য মিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনু ষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ স ম্পাদক সা কিবুল ইসলাম সাকিব।
সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল ইসলাম জা হিদ, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহ মান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইস লামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আ রিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোক নুজ্জামান রাকিব, ও রানা আহম্মেদ সহ ফাউম ন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছি লেন।
এছাড়াও খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সং গঠনের সদস গণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনু ষ্ঠান শুরু হয়।
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান ক রা হয়।
পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে মিলন মেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *