Breaking News

বেশি দামে সার বিক্রি করলে কারাগারে যেতে হবে  এ্যার্টনী জেনারেল মোঃ আসাদুজ্জামান! 

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) ঃ কৃত্তিম সংকট তৈরী করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে করাগারে।
কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতি রিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরি মানার নির্দেশ দিলেন এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদু জ্জামান।
শুক্রবার   সকাল ১১টায় শৈলকুপা পাবলিক হল ও  অডি টরিয়ামে বিসিআইসি স্যার ডিলারদের সাথে মাদক বিনি ময় কালে হুশিয়ার দিয়ে তিনি আরো বলেন দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে।
কৃষি বাঁচাতে হলে ঠিকমত সার সরবরাহ থা কতে হবে।শৈলকুপা কৃষি অফিসের তথ্যমতে শৈলকু পা তে সারের কোন সংকট নেই, যেহেতু এখানেপে য়জের.চাষ বেশি, প্র য়োজনে তিনি এ উপজেলায় অতি রিক্ত সার বরা দ্ধের ব্যবস্থা করবেন।
তবুও ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি কর তে পারবেন না।
এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমত সার না দেন দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুশিয়ারি দেন।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …