নিজস্ব প্রতিবেদক, (যশোর) ॥
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মো: শও কত আলী বলেছেন ছাত্র-জনতার জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে ।
বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ সরকারের আমলে বাংলাদে শের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই টাকা দিয়ে বাংলাদেশে আরো ৬৫টি পদ্মা সেতুকরা যেত।
তিনি আরও বলেন যারা দেশের টাকা লুটপাট করে ছে,পাচার করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তারা দেশের শত্রু, জনগণের শত্রু।
দেশকে ভালো জায়গায় নিতে হলে সংস্কারের প্রয়োজ ন। দেশকে সংস্কার করতে হলে ছাত্র-জনতাসহ সকল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউ নুসের হাতকে আরো শক্তিশালী করতে হবে।
গত মঙ্গলবার দুপুরে যশোরের চৌগাছার কয়ার পাড়া গ্রামে মরহুম মাস্টার সুলাইমান হোসেন কিন্ডার গার্টেন স্কুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মানবাধি কার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,সহকারী অধ্যাপক আব্দুল আলিম প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় সাংবাদিকরা উপ স্থিত ছিল।
এ সময় প্রধান অতিথি ওই কিন্ডার গার্টেন স্কুলের জন্য নগদ এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।
এরআগে সকাল ১১টায় ড.শওকত আলী তার জন্ম স্থান কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ পা য়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রেসক্লাবের সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছি লেন।
উল্লেখ্য,ড.শওকত আলী আন্তর্জাতিক অর্থনীতিবিদ। যার লেখা গ্রন্থ অক্সফোর্ড,হাবার্ড সহ বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।
তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ ধ্যাপক ছিলেন।