রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
গত শুক্রবার (১২ মে, ২০২৩) রাতে সিনেমাহল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক জনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ জাহাঙ্গীরকে আহবায়ক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি জাহিদ হাসান ডলারকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। সদস্য যথাক্রমে হোসেন মাহামুদ, অরবিন্দ ধর দুলু, দৈনিক আলোকিত সকাল ও বিরল সংবাদ পত্রিকার বোচাগঞ্জ প্রতিনিধি রাকিবুল হাসান মাহমুদ প্রমুখ। গত ৩০ জুলাই ২০২১ইং তারিখে গঠিত পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্যের সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিতি, গুরুতর অসুস্থতা, মৃত্যুবরণ, পদত্যাগ ও বহিষ্কার ইত্যাদি কারণে পূর্বগঠিত কমিটি প্রায় নিস্ক্রিয় হয়ে পড়েছিল। এ কারণে কমিটির এবং প্রেস ক্লাবের কার্যকারিতা ফিরিয়ে আনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।