সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ব্যাটারি ভ্যানের মধ্যে বিশেষ কৌশলে
পাচারের সময় ১৪ পিচ স্বর্ণের বার সহ এক পাচা রকারীকে আটক করেছে বিজিবি।
রোববার দুপুরে কলারোয়া উপজেলার তলুইগাছা এলাকায় অভিনযান চালিয়ে স্বর্ণের বারসহ পাচা রকারী জাহাঙ্গীর হোসেন(২৮) কে আটক করা হয়। আটক জাহাঙ্গীর কলারোয়ার কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, বিশেষ কৌশলে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুই গাছা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর হোসেনের ব্যাটারি চালিত ভ্যানের মধ্যে
বিশেষ কৌশলে রাখা ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করে
বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২।
যার মূল্য ১ কোটি ৪১ লক্ষ ৭৪ হাজার টাকা।