ভালোবাসা মানে কি?
নির্দিষ্ট দিনে খোঁপায় গুঁজা ফুল
পার্কে পার্কে ডেটিংয়ের ধুম।
ভালোবাসা মানে কি?
নষ্টামির নোংরা সুর
আধুনিকতার নামে আবেগের আহ্লাদী।
ভালোবাসা মানে কি?
শুধুই প্রেমিক প্রেমিকার উচ্ছ্বাস
ফেসবুক ভরা আবেদনময়ী পোস্ট।
ভালোবাসা মানে কি?
বসন্তের ঐ মাতাল হাওয়া
মুঠো মুঠো রোদ্দুর।
নাকি?
মন সাগরে ভেসে যাওয়া
নাবিক ছাড়া তরী,
শিশির ভেজা সবুজ ঘাসের ডগা।
ভালোবাসা মানে কি?
আবেগের সব উপাদান ছেড়ে
শুধুই আমি আর তুমি তুমি খেলা।
কবি মন বলে,
এতসব কিছু নয়।
ভালোবাসা মানে হলো,
আপন মুখটা না ভুলে
আপন করে রাখব।
সকল দুঃখ কষ্ট আপন করে
আগামীর পথ চলব।
আবেগ নয় বাস্তব মেনে
আপনের পাশে থাকব।
সুখের ঠিকানা খুঁজে নিতে
এক হয়ে পথ চলব।
সকল হৃদয় মিলেমিশে
সুখের নীড় গড়ব।
(লেখক: তরুন কবি ও লেখক ঃ আবু রাসেল)