• বিশেষ প্রতিনিধি:আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আশা-ভরসায় অন্তর্বর্তী সরকার পথ চলা শুরু করে।
  • একটি যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের ঘোষণা দেয়া হবে বলে জানান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ হউনুচ ।
  • তবে অন্তর্বর্তী সরকার গঠনের পাঁচ মাস কাটতে না কাটতেই রাজনৈতিক দলগুলো তাদের ভোল পাল্টে নির্বাচনের দাবি জানাতে শুরু করেছে।
  •  দেশজুড়ে রাজনীতির মাঠে বেশি চোখে পড়ছে তাদের নির্বাচনী প্রস্তুতি ও ভোটের মাঠে মিত্র খোঁজার চেষ্টা করছে।
  • দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে নিয়মি ত যোগাযোগ রক্ষা করে চলেছে।
  • দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ইসলামপন্থি দলগুলো নিয়ে বৃহত্তর নির্বাচনি ঐক্য গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে।
  • সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে মিত্র খোঁজার রাজনীতি।
  • জামায়াতের আমির ডাঃ মোঃ শফিকুল ইসলাম জনমত বাড়াতে দেশের সকল জেলায় জেলায় কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন।  একই সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন তিনি।
  • জামায়াতের অনুষ্ঠিত ওই সব সম্মেলনে চোখে পড়ার মত দলীয় নেতা-কর্মী ও সাধারন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।
  • ইতোমধ্যে সাতক্ষিরা ,যশোর, বরিশাল, রাজশাহী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় সফর কাজ শেষ করেছেন তিনি। আগের থেকে ভোটের মাঠে জামায়াত বেশ সংগঠিত।দলীয় কর্মকান্ত বেড়েছে।
  • বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, তাদের সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে।
  • যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি মিত্রদ ল খোঁজার বিষয়টি জোরদার করছে বিএন পি। 
  • ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দলগুলোকে এক প্ল্যাটফ রমে আনতে চায় বিএনপি।তারা বলছে, বিএনপির সঙ্গে আনুষ্ঠানি কভাবে সমমনা দলগুলোর বর্তমানে কোনো জোট নেই।
  • কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে  ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সব দল নিয়ে আগামীতে জোটবদ্ধ নির্বাচন করতে চায়।
  • এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমমনা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।লিয়াজোঁ কমিটির মাধ্যমে অন্তত ৪০টি দল ও সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
  • অতীতে বিএনপির জোটবদ্ধ ছিল না কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিদায়ে রাজপথে সোচ্চার ছিল এমন দলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে বিএনপি।
  • ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে সমমনা দল গুলো নিয়ে ‘জাতীয় সরকার’ এবং ‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট’ গঠনের।
  •  ইতোমধ্যে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে যেসব দল রাজপথে ছিল আমরা সবাইকে নিয়ে আগামীতে নির্বাচন করতে চাই। সে লক্ষ্যে আমরা দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করে চলেছি।
  • জোট গড়ার চেষ্টায় জামায়াত ইসলামীও। দলটি আনু ষ্ঠানিক জোট গঠনের ঘোষণা না দিলেও নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে।
  • এ লক্ষ্যে আওয়ামী লীগের সঙ্গেে থাকা দলগুলোর বাইরের ইসলামি দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছেন দলটির নেতারা।
  • ইসলামভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন নেতারা। জামায়াতে ইসলা মীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ জানায়, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময় হচ্ছে।
  • নির্বাচন কেন্দ্র করে অনেক দলই যোগাযোগ করছে। সব দলই আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে।
  • জামায়াতে ইসলামীও নির্বাচনকে কেন্দ্র করে দল সংগ ঠিত করছে।
  • অন্যদিকে নির্বাচনে জোট করার ক্ষেত্রে ধীরে ধীরে এক ছাতার নীচে আসতে শুরু করেছে দেশের বামধারার দলগুলো।
  • এর মধ্যেই নানা দাবিতে তারা একই প্ল্যাটফর্মে থেকে কাজ শুরু করছেন।
  • এদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ, সমাজতান্ত্রিক পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ প্রভৃতি দল গণতান্ত্রিক জোট ও অন্যান্য প্ল্যটফর্ম থেকে অভিন্নভাবে নির্বাচন লড়াই করার চেষ্টা চালাচ্ছেন।
  • অন্যদিকে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের হিসাব যাই হোক,সব মিলিয়ে দেশ মূলত:এই তিনটি ধারার জোটের মধ্যেই ভোটের মূল লড়াই হবে।
  • তারা সবাই আশা করছেন ফলাফল যাই হোক, সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এ দেশের মানুষ আর রাতের ভোট চাই না।
One thought on “ভোটের মাঠে বিএনপি-জামায়াত উভয়ে মিত্র খোঁজার চেষ্টায় !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *