ঢাকা অফিস :শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে, কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত কর তে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশীদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
এ সময় জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দিবে বলেও মন্তব্য করেন তিনি।
Bartabd24.com সব খবর সবার আগে