সাতক্ষীরা প্রতিনিধি;
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের গোজাডাঙ্গা ও ভোমরা আইসিপি গেইট ভেঙে বাংলাদেশ ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার বাঁকাল চেক পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই ভারতীয় নাগরিক হলো, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু কুমার সরকার (২০)।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের
দায়িত্বপূর্ণ ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ (ডাব্লিউ বি-২৫-গ৪০৩ ৭) চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় চেক পোস্টে কর্তব্যরত নায়েক মোঃ জিহাদ হোসে নের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় সদর উপজেলার বাকাল চেকপোস্ট এ লাকা থেকে পিকআপসহ দুইজন ভারতীয় নাগরিককে আ টক করে।
আটককৃত চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথা বার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়।
পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।
পরে নেশা কেটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজন ভারতীয় নাগরিক ভলবশতঃ তারা বাংলা দেশে র মধ্যে ঢুকে পড়েছে।
এ ব্যাপারে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে বিজিবি’র ভোমরা কোম্পানী কমান্ডার ও বিএসএফ গোজা ডাঙ্গা কোম্পানী কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনু ষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আ ফজাল হোসেন বলেন, বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতি ক্রম করে ভারতীয় নাগরিক পিকআপ যোগে ভোমরা স্থল বন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙ্গে বাংলাদেশ প্রবেশ
করে।
এসময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ১টি মোটর সা ইকেল ও ১টি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
এ ধরনের কর্ম কান্ডর জন্য বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহি নী বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়।
প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কু মার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত