• নিজস্ব প্রতিবেদক,চৌগাছা: ভ্যানের চাকায় ঘুরতো একটি পরিবা রের জীবন ও জিবীকা। ওই উপার্জিত আয় দিয়েই পরিবারের ৬ সদস্যার সংসার চলতো।
  • প্রতিদিনের মত আয় রোজগারের লক্ষ্যে গত ১১ ই ফেব্রুয়ারী চৌগাছার উদ্দেশে নিরুপায় হয়ে শিশু মোতালেব বাড়ি থেকে বের হয়। এদিন চৌগাছার কাঁচা বাজারে আসলে একটি চোর চক্রের কবলে পড়ে সে ।
  • এক পর্যায়ে ওই  ভ্যানটি কাঁচা বাজার থেকে চুরি হয়ে যায়। এ ঘট নাটি চৌগাছার প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি বার্তাবিডি টুয়েন্টি ফোর ডট কমের প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর নজরে পড়ে।
  • তিনি অসহায় মোতা লেবের একটি ভ্যান দেয়ার জন্য উদ্যোগ গ্রহন করেন।তার এ মহতি কাজের সহোযোগী তায় এগিয়ে আসেন প্রভা ষক আসিফ ইকবাল রকি, কাঁচামাল ব্যবসায়ী মুকুল হোসেন ,ব্যব সায়ী মিঠু খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
  • আর্থিক সহোযোগীতা করেন যারা:ডঃ মুহাম্মদ হুমায়ুন কবির (প্রো-ভিসি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) দক্ষীণ করিয়া প্রবাসী শেখ আশিকুর রহমান, মিঠু খান সিংহঝুলি চেয়ারম্যান আতাউর রহমান লাল ও গোবিন্দ মেম্বার, আড়পাড়ার মানিক মিয়া, সিংহঝুলি যুব সমাজ, আজ হারুল ইসলাম শুভ, মৃধাপাড়া মহিলা কলেজের গ্রন্থাগারিক সহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদের ভাতিজা সাইফুল ইসলাম,শয়ন ট্রডার্স,আসাদুজ্জামান(পুড়াহুদা)তরিকুল  ট্রেডার্স,রাশেদ হোটেল মালিক রহমত আলি ,কারিগর পাড়ার বসির উদ্দীন,হাসিবুল ইসলাম,পল্লী সঞ্চয়, তানজিলা ব্রিকস,ঐশি ব্রিকস,সাগর, মুকুল, মালেক মিয়া,রাসেল, জুয়েল, তিতাস, মঈন, জসিম, ব্যাপারী, জামাল উদ্দীন,সানোয়ার, মোহন, আজিজুর রহমান এ্যাডমিরাল,ঝনু মিয়া।
  • আজ বুধবার ১৯ ফেব্রুয়ারী বিকালে স্থানীয় কাঁচাবা জারে এক অনুষ্ঠানের মাধ্যমে ভ্যান চালক মোতা লেবের পিতা ফুল সদ্দি ও তার মা মিনু বেগমের হাতে একটি ইঞ্জিন চালিত ভ্যান তুলে দিয়ে ছেন সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,প্রভাষক আসিফ ইকবাল রকি,মুকুল হোসেনসহ সহোযোগীরা।
  • এ সময় উপস্থিত ছিলেন ইজ্ঞিনিয়ার নজরুল ইস লাম, ইজ্ঞিনিয়ার মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুজ্জা মান,সাংবাদিক ফারুক আহম্মদ,মেহদী হাসান শিপলু, আই নাল হোসেন, মজনুর রহমান, আসিফ ইকবাল ভুট্টাে, আলম,শরিফুল ইসলাম, টিপু সুলতান, মফিজুর রহমান ,নজরুল ইসলাম, রাজু আহম্মেদ, মফিজুল আলম, মনিরুল,শাহাবুদ্দীন,মাগুরা গ্রামের মমিনুর রহমান, ফারুক হোসেন, শাহিন হোসেন,টকি মাহাবুব ,রাজেন আহাম্মদ প্রমুখ।
One thought on “চৌগাছার সেই শিশু মোতালেবের পরিবার ভ্যান পেয়ে আবেগ আপ্লুতঃ পাশে হৃদয়বান ব্যক্তিরা”
  1. চৌগাছার সেই শিশু মোতালেবের পরিবার ভ্যান পেয়ে আবেগ আপ্লুত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *