মণিরামপুর প্রতিনিধি॥
মনিরামপুর চালুয়াহাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএন পির যুগ্ম আহবায়ক প্রয়াত বজলুর রহমান স্মরণে আলো চনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
থানা যুবদলের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন থানা যুবদলের আহবায়ক মোতা হারুল ইসলাম রিয়াদ। থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএন পির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস,বিএনপির প্রভাষক কফিল উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব বিল্লাল হোসেন, থানা ছাত্রদ লের সদস্য সচিব জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, ইব্রাহিক হোসেন প্রমূখ।
এসময় প্রয়াত বিএনপি নেতা বজলুর রহমানের একমাত্র পুত্র ওয়াসিফ আহম্মেদ শুভ সকলের কাছে দোয়া কামনা করেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল আনুষ্ঠিত হয়।