ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও কর্মী সমাবেশের উদ্দ্যো শ করে ইউপির ফতেপুর গ্রামের আজগর আলী ভুলু ( md Asg ar Ali) তার নিজ নামের ফেসবুক আইডিতে উপজে লার ফতে পুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন ও জাতীয় তাবাদী মহি লা দল গঠনকে নিয়ে বিভিন্ন কুরুচি পুর্ণ ভাষা স্টাটার্স দেওয়ার প্রতিবাদে ৪ ফেব্রুয়া রী বিকালে ফতেপুর ইউনি য়ন বিএন পির কার্যালয়ের সামনে জাতীয়তাদী মহিলা দল সংগঠনের পক্ষ থেকে আজগর আলী ভুলুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল সহ অবিলম্ভে গ্রেপ্তারের দাবী তে শত শত মহিলারা একত্রিত হয়ে বিশাল এক ঝাড়ু মিছিল ও মানব বন্ধন করা হয়েছে।
উক্ত ঝাড়ু মিছিল ও মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএন পির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফতেপুর ইউ নিয়ন বিএ নপির সাধারণ সম্পা দক মোঃ সেলিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদ ক মীর মোঃ কবীর হোসেন,যুগ্ন সম্পাদক মোঃ সজল মিয়া, সাংগ ঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, ২নং ওয়ার্ড মহিলা দলের সভা নেত্রী মোছাঃ মাছুরা খাতু ন, মধুমালা মধু, আসমা খাতুন, ৭নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মোছাঃ শিরিনা খাতুন, ফাহিমা বেগম, রেহেনা আক্তার, সোনিয়া আক্তার লতা।
এসময় ফতেপুর ইউপির বিভিন্ন ওয়ার্ডের মহিলা / পুরুষ সহ শত শত নেতা কর্মী উপ স্থিত ছিলেন।