মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশ পুরে কাভারভ্যান ও মোটরসাই কেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-ম ১১-৭৪৬৫ নম্বরে র কাভার ভ্যা ন  ও চালক মিলন মোল্লাকে (৪২) আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর-খালিশপুর সড় কের ব্র্যাক অফি সের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়েলের জন্য বের হলে মহেশপুর-খালিশ পুর সড় কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছা লে রাস্তা র উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার ভ্যা নের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি (২২) নামের ওই মোটর সাইকে লের মালিক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভি সের সদস্যরা সাগর হোসেনের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা স্থল থেকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যান ও  চালক পিরো জপুর জেলার রঘুনাথ পুর গ্রামের ওহিদ মোল্লার ছেলে মিলন মোল্লাকে আটক করা হয়েছে।